National Law College
(জাতীয় আইন কলেজ)
অনলাইনে ভর্তির জন্য লিঙ্ক
(জাতীয় আইন কলেজ)
ভর্তি বিষয়ক তথ্যঃ
সকল ধরনের সাধারন জিজ্ঞাসার উত্তর এই লিঙ্কে F.A.Q (Admission)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতীয় আইন কলেজে বি. এ / বি. এস. এস/বি. এস. সি / বি. কম/ অনার্স (সম্মান) /বি.বি.এ অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীগণই এল এল, বি তে অধ্যয়ন করতে পারে।
এস.এস.সি হতে স্নাতক পর্যন্ত যে কোন একটিতে দ্বিতীয় বিভাগ বা সম মান সিজিপিএ থাকা প্রয়োজন। বিশেষ করে, ডিগ্রী (পাস) বা অনার্স (সম্মান) পরীক্ষায় ন্যূনতম ৪০% নম্বর বা সিজিপি ২.০০ থাকতে হবে।
স্নাতক সম্মান (অনার্স) পাশ হয়ে থাকলে তা ৪ বছর মেয়াদী অথবা স্নাতক (ডিগ্রী) পাশ হয়ে থাকলে তা ৩ বছর মেয়াদী হতে হবে।
ভর্তির ক্ষেত্রে এস.এস.সি (S.S.C) , এইচ. এস. সি (H.S.C) এবং ৪ বছর মেয়াদী Bachelor/স্নাতক/সমমান (অনার্স) বা ৩ বছর মেয়াদী (স্নাতক - ডিগ্রী) পাশের মুল সার্টিফিকেট ও মার্কসীট ও তার ফটোকপি - ২ সেট সহ ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে অফিসে যোগাযোগ করতে হবে যা আবেদন ফরমের সাথে যুক্ত করতে হবে।
এল এল বি.২য়/ফাইনাল পার্টে ভর্তি সময়ে উপরোক্ত সকল ডকুমেন্টের সাথে এল এল বি পার্ট-১ এর রেজিস্ট্রেশন, এডমিট কার্ড, মার্কশীট বা অনলাইনের রেজাল্ট কপি যুক্ত করতে হবে।
যে কোন বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করা ছাত্র-ছাত্রী এল. এল.বি তে ভর্তি হতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য যে কোন বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি/অনার্স পাশ করে থাকলে তা মাইগ্রেশন সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে
বাংলাদেশ ব্যতীত অন্য যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি/অনার্স পাশ করে করে থাকলে সেক্ষেত্রে সমতা নিরুপন সার্টিফিকেট জমা দিতে হবে।
প্রফেশনাল কোর্সের অধীনে বিধায় ছাত্র ছাত্রীদের জন্য সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, ক্লাস সন্ধ্যা ৫ঃ৩০ - ৮ঃ৩০ পর্যন্ত পরিচালিত হয়। সপ্তাহে ৩/৪ দিন ক্লাসের ব্যবস্থা করা হয় (সাপ্তাহিক বন্ধ - শুক্রবার)
অফিস চলাকালীন সময়ে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মাসিক বেতন নেয়া হয়। ছাত্র-ছাত্রীদেরকে কলেজের সকল নিয়ম কানুন, বিশ্ববিদ্যালয়ের সকল বিধি বিধান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল আইন কানুন মেনে চলতে হবে।
চলমান বর্ষ ২০২৩-২৪ - এর ক্ষেত্রে প্রযোজ্য:
এল এল. বি প্রথম পর্বে অথবা শেষ পর্বে ভর্তি ও রেজিস্ট্রেশন ফি ৮,৮০০/- (আট হাজার আটশত) টাকা
(আবেদন ফর্ম ও স্টুডেন্ট আইডি কার্ড এর ফি এতে অন্তর্ভুক্ত)
মাসিক বেতন ৮০০/- (আটশত) টাকা , যা ১২ মাসে হবে (১২ x ৮০০)=৯,৬০০ টাকা (১ম ও ২য় পর্বে একই)
টেস্ট পরীক্ষার ফি ১,৫০০/- (পনের শত) টাকা
পরীক্ষার ফর্ম পূর্ন ও প্রসেস ফী (আনুমানিক) ৭,৬০০ (সাত হাজার ছয়শত) টাকা
এবং কলেজ হইতে প্রশংসাপত্র বা ছাড়পত্রের জন্য ৮০০/- (আটশত) টাকা ফি জমা প্রদান করতে হবে।
কলেজ বাৎসরিক পরীক্ষার ফি বিষয় প্রতি ১৫০ টাকা মাত্র। (পরিবর্তিত হতেও পারে)
অন্যন্য যাবতীয় ফি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত হইবে।
কাগজপত্রের বিবরণ:
আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র ও ছবি জমা দিতে হবে-
(ক) S.S.C পরীক্ষার সত্যায়িত সনদপত্র ও নম্বরপত্র (২ কপি করে)
(খ) H.S.C পরীক্ষার সত্যায়িত সনদপত্র ও নম্বরপত্র (২ কপি করে)
(গ) ডিগ্রী/অনার্স পরীক্ষার সত্যায়িত সনদপত্র ও নম্বরপত্র (২ কপি করে)
(ঘ) ছবি: পাসপোর্ট সাইজ (৪ কপি করে),
(ঙ) জাতীয় পরিচয় পত্রের অনুলিপি ১ কপি
(প্রার্থী যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী/অনার্স পাস করে থাকে সে ক্ষেত্রে)
*(চ) মাইগ্রেসান সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি (২ কপি)
(ছ) এল এল বি.২য়/ফাইনাল পার্টে ভর্তি সময়ে উপরোক্ত সকল ডকুমেন্টের সাথে এল এল বি পার্ট-১ এর রেজিস্ট্রেশন, এডমিট কার্ড, মার্কশীট বা অনলাইনের রেজাল্ট কপি
*(প্রার্থী যদি দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী/অনার্স পাস করে থাকে, তাহলে সমতা নিরূপণ সার্টিফিকেট কলেজে জমা দিতে হবে)
বি.দ্র.: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একই সময়ে দুইটি কোর্স করা যাবে না। উক্ত শর্ত ভংগ করলে শিক্ষার্থীর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গন্য হবে। বিস্তারিত জানার জন্য কলেজ অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
ভর্তির নিয়মাবলি ও ফি:
প্রথমেই কলেজ ভবনের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা যথারীতি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র, ছবি ইত্যাদিসহ অফিসে জমা দিতে হবে। আবেদনপত্র যথাযথভাবে বিবেচনা করে সন্তুষ্টির ভিত্তিতে কলেজ ভর্তি কমিটি কর্তৃক প্রার্থীকে ভর্তির অনুমতি প্রদান করা হবে। প্রয়োজনবোধে কলেজ ভর্তি কমিটি বাছাই পরীক্ষার (মৌখিক/লিখিত) ব্যবস্থা করতে পারেন। কলেজ কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্ত অনুমতি দেয়ার পর অফিসের হিসাব বিভাগে যোগাযোগ করে ভর্তির নির্ধারিত সম্পূর্ণ ফি পরিশোধ করতে হবে। ভর্তির সময় দিবা/নৈশ যে শাখায় ভর্তি হতে ইচ্ছুক তা ভর্তি ফরমে উল্লেখ করতে হবে।
প্রতিটি ছাত্র-ছাত্রীকে কলেজ টেষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ৭৫% ক্লাশে উপস্থিত থাকতে হবে।
এল এল বি ২ বছরের কোর্সের সাব্জেক্টের (পত্রসমূহের) তালিকা
LL.B Preliminary (Part-1) Subject list (Total marks: 700)
এল.এল.বি প্রিলিমিনারী পার্টের পত্র সমূহঃ
আইনবিজ্ঞান
(Jurisprudence)
চুক্তি আইন ও টর্ট আইন
(Law of Contract and Tort )
মুসলিম আইন (Muslim Law)
ইক্যুইটি, ট্রাস্ট, সুনির্দিস্ট প্রতিকার ও হিন্দু আইন
(Equity, Trust, Specific Relief and Hindu Law)
সাংবিধানিক আইন [বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাস্ট্র]
(Constitutional Law of Bangladesh, UK and USA)
বাংলাদেশের শ্রম আইন
(Labor Laws of Bangladesh)
রাজস্ব আইন
(Law of Taxation)
LL.B Final (Part-2) Subject list (Total Marks: 800)
এল.এল.বি ফাইনাল পার্টের পত্র সমূহঃ
সম্পত্তি হস্তান্তর ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন
(Law of Transfer of Property and Intellectual property)
দেওয়ানী কার্যবিধি ও তামাদি আইন
(Law of Civil Procedure and Law of Limitation)
ফৌজদারী কার্যবিধি ও দন্ডবিধি অপরাধ আইন
(Law of Crimes and Criminal Procedure)
সাক্ষ্য আইন (Law of Evidence)
আন্তর্জাতিক আইন (International Law)
কোম্পানী ও বানিজ্যিক আইন
(Company and Business Laws of Bangladesh)
ভূমি আইন, রেজিস্ট্রেশন ও সরকারী দাবী আদায় আইন
(Land Laws, Law of Registration and Public Demand Recovery)
লিগাল ড্রাফটিং ও প্রফেশনাল নীতিতত্ত্ব, ট্রায়াল এডভোকেসি ও ভাইভা (Legal Drafting & Professional Ethics, Trial Advocacy & Viva-Voce)