অনলাইনে ভর্তির জন্য লিঙ্ক
১) ২ বছরের প্রফেশনাল এই কোর্সে ভর্তির জন্য ব্যাচেলর ২/৩ বছর মেয়াদী ডিগ্রি/ফাজিল অথবা ৩/৪ বছর মেয়াদী অনার্স /সম-মান সম্পন্ন হতে হবে,
তবে, এইচ,এস,সি/ডিপ্লোমা করে ভর্তি সম্ভব নয়। সব সার্টিফিকেট এ ৪০% উপর নাম্বার থাকতে হবে। বয়সের কোন বাধ্যবাধকতা নেই।
২) ১ম পার্টের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে, সাধারন প্রতি বছর জুলাইয়ের পর ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে থাকে এবং তা নভেম্বর পর্যন্ত ভর্তি চলমান থাকে, তবে আমরা অগ্রীম ভর্তিও নিয়ে থাকি, Early Bird offer অগ্রিম ভর্তিতে দিয়ে থাকি, বর্তমানে এল এল বি ১ম পর্বের ভর্তি চলমান এবং ৭ ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলমান থাকবে।
এবং ফাইনাল বা ২য় পর্বের ভর্তিও এর সাথে অগ্রিম ভাবে শুরু হয়েছে, গত ব্যচের ২য় পার্টের ভর্তি ডিসেম্বর ২০২৪ পর্যন্ত শেষ হয়েছে।
৩) যে কোন পর্বেই ভর্তির সময় কলেজ হতে নির্ধারিত জমা দিয়ে ভর্তি হতে হবে। (প্রতিশ্রুতিমূলক লিখিত আবেদন পত্র জমা দেয়ার মাধ্যমে প্রয়োজনে এই ফি কিস্তি ভিত্তিক (৬০%+৪০%) ভাবে দিতে পারবেন)
এই ভর্তির ফি এর সাথে ভর্তি ফরম, ভর্তি ফি, রেজিষ্ট্রেশন ফি সহ অন্যান্য প্রসেসিং ফি ও স্টুডেন্ট আইডি কার্ড-এর ফি অন্তর্ভুক্ত।
৪) টিউশন ফি কলেজ কর্তৃক নির্ধারিত যা প্রতি মাসে প্রদান করতে হবে নতুবা বিলম্ব ফি আরোপিত হবে । পরীক্ষার ফর্ম ফিলাপ ও প্রসেস ফি ও এডমিট কার্ড প্রসেসে সহ কলেজ কর্তৃক খরচ প্রদান করতে হবে যা এক কালীন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিবর্তনীয় হতে পারে।
৫) এইচ.এস.সি সম্পন্ন করে এল এল বি করতে চাইলে ৪ বছর মেয়াদি করতে হবে যা জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরে ক্যাম্পাসে শুধুমাত্র এই অনার্স কোর্স চলমান রয়েছে, কোন সরকারি কলেজেও চলমান নেই। তাই সেখানে যোগাযোগ করে ভর্তি হতে হবে, বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে।
খ) কিভাবে ভর্তি হব? অনলাইনে ভর্তি হওয়া যায়? কি কি ডকুমেন্ট লাগে?
১) ভর্তি হতে হলে সকল নিম্নোক্ত ডকুমেন্ট ও ভর্তি ফি সহ কলেজে আসতে হবে।
অথবা,
অনলাইনে ভর্তি হতে কেবল মাত্র ব্যাচেলর/সমমান সম্পন্ন হয়ে থাকলে এ লিঙ্কে যেয়ে ফর্ম পুরন করে আবেদন করতে হবে, https://forms.gle/J7R7nZ1ZEgptiYyL9
২) ভর্তির ক্ষেত্রে S.S.C , H.S.C এবং Bachelor পাশের মুল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট সহ ও সকল কিছুর ফটোকপি - ২ সেট
সহ ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি ও ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি,
এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতিত অন্য কোন বিশ্ববিদ্যালয় হতে ব্যচেলর করে থাকলে, ভর্তি হতে হলে মাইগ্রেশন সার্টিফিকেট এর মূল কপি ও ২ টি ফটোকপি সংগ্রহ করে জমা দিতে হবে।
(এটি একটি প্রত্যয়ন সার্টিফিকেট/Recommendation letter এর মত যেখানে লেখা থাকবে আপনার বিশ্ববিদ্যালয় কর্তৃক যে আপনার উচ্চ শিক্ষা নিতে অন্য কোথাও ভর্তি হতে তাদের কোন ধরনের আপত্তি নেই। এটি ছাড়া রেজিস্ট্রেশন সম্ভব নয়।)
- নিয়ে অফিসে যোগাযোগ করতে হবে যা আবেদন ফরমের সাথে যুক্ত করতে হবে।
কেবল মাত্র এল এল বি.২য়/ফাইনাল পার্টে ভর্তি সময়ে উপরোক্ত সকল ডকুমেন্টের সাথে এল এল বি পার্ট-১ এর রেজিস্ট্রেশন, এডমিট কার্ড, সত্যায়িত মার্কশীট বা অনলাইনের রেজাল্ট কপি যুক্ত করতে হবে।
বিঃদ্রঃ যদি অনলাইনে ভর্তি হতে চাইলে এ সকল ডকুমেন্টের স্ক্যান কপি থাকতে হবে এবং আপলোড করতে হবে। পরবর্তীতে কলেজে এলে অবশ্যই (৩+১ পিছ) ছবি, মাইগ্রেশন সার্টিফিকেট মূলকপি ও ফটোকপি সহ উপরেরর সকল ডকুমেন্টের ১ সেট ফটোকপি নিয়ে এসে মানি রিসিট সংগ্রহ করে নিবেন।
৩) সব ধরনের তথ্য ওয়েব সাইটের এই লিংকে পাবেন
১) বেশিরভাগ ছাত্র ছাত্রী এখানে বিভিন্ন পেশায় জড়িত এবং প্রফেশনাল কোর্সের অধীনে বিধায় ছাত্র ছাত্রীদের জন্য সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, ক্লাস বিকেল ৫:৩০ – সন্ধ্যা ৮:৩০ পর্যন্ত পরিচালিত হয়।
২) সপ্তাহে শুক্রবার, শনিবার ও রবিবার ক্লাসের ব্যবস্থা করা হয় (সাপ্তাহিক বন্ধ - মঙ্গলবার ) । সকল ছাত্র ছাত্রীরা লিখিতভাবে অনুরোধ করা হলে অনলাইনেও ব্যবস্থা করা যাবে।
অভিজ্ঞ আইনজীবী দ্বারা ক্লাস পরিচালিত হয়। আমাদের সকল শিক্ষকদের তালিকা ও সিলেবাস এবং বিগত প্রশ্নসমূহ ওয়েবসাইটে পাবেন (www.nlcdhaka.com)
৩) যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ৭৫% উপস্থিতির, তবে আপনি রেগুলার ক্লাস করতে অপারগ হলে, প্রিন্সিপাল স্যারকে একটি এপ্লিকেশন দিয়ে রাখলে বিবেচনা করে জানানো হবে।
ঘ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে মাস্টার্স করছি এই মুহুর্তে, ভর্তি হতে পারব?
১) যে কোন একই বিশ্ববিদ্যালয়ে দুটি কোর্সে যেমন ভর্তি হওয়া যায় না, তেমনিভাবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একই সময়ে দুইটি কোর্স করা যাবে না।
২) শুধুমাত্র মাস্টার্স শেষ বর্ষের সকল পরীক্ষা সম্পন্ন হয়ে গেলে কেবল ব্যাচেলর-এর সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট দিয়ে ভর্তি হতে পারবেন। নতুবা, উক্ত দ্বৈত ভর্তি শর্ত ভংগ করলে শিক্ষার্থীর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গন্য হবে।
৩) মাস্টার্স ভিন্ন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে এই প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবেন। তবে মাইগ্রেশন সার্টিফিকেট সংগ্রহ করে ভর্তির পরে হলেও জমা দিতে হবে।
ঙ) সবে মাত্র ব্যচেলর শেষ করেছি, সার্টিফিকেট পাইনি, তাও কি ভর্তি হতে পারব? দেশের বাইরে গ্রাজুয়েশন করেছি, ভর্তি হতে শর্ত কি?
১) ব্যাচেলর ডিগ্রি সম্প্রতি পাশ করে থাকলে সার্টিফিকেট না থাকলে রেজাল্ট শীট ও কলেজ/বিশ্ববিদ্যালয় হতে টেস্টিমোনিয়াল স্ক্যান কপি দিয়েও ভর্তি হওয়া যাবে। পরবর্তীতে সার্টিফিকেট/সনদ পেলে সনদের ২ সেট কপি অবশ্যই কলেজে জমা দিতে হবে। ব্যচেলর যদি ভিন্ন বিশ্ববিদ্যালয় হতে করা হলে সেই বিশ্ববিদ্যালয় হতে মাইগ্রেশন সার্টিফিকেট সংগ্রহ করে ভর্তির সময় বা ভর্তি হওয়ার ৩ মাসের মধ্যে জমা দিতে হবে।
২) প্রার্থী যদি দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী/অনার্স পাস করে থাকে, তাহলে সমতা নিরূপণ সার্টিফিকেট কলেজে জমা দিতে হবে।
চ) কোন ডিস্কাউন্ট/ছাড় আছে কি ভর্তির সময়?
১)ভর্তির সময় কলেজ কর্তৃক নির্ধারিত ফি জমা দিতে হবে। এই ফি-তে ভর্তি ফি, ভর্তি ফরম, রেজিষ্ট্রেশন ফি, প্রসেসিং ফি ও স্টুডেন্ট আইডি কার্ডের ফি অন্তর্ভুক্ত।
২) এই ফি কিস্তি ভিত্তিক ভাবে দিতে পারবেন। এই ফি’র ৬০% টাকা জমা দিয়ে দ্রুত ভর্তি হতে পারবেন,
তবে আংশিক ফি জমা দিয়ে ভর্তি হতে চাইলে, একটি লিখিত আবেদন দিতে হবে কেন আংশিক ফি দেয়া হচ্ছে এই মর্মে। আর প্রতিশ্রুতিসহ উল্লেখ করতে হবে- ক্লাস শুরুর সময় বাকি ৪০% সহ ৩ মাসের মাসিক ফি প্রদান করিবেন।
৩)সময় মত পরিশোধে ব্যর্থ হলে প্রতি মাসে নির্দিস্ট একটি টাকা বিলম্ব/লেইট ফি যুক্ত হতে থাকবে এবং পরীক্ষার ফর্ম ফিলাপ সহ টেস্ট পরীক্ষার ফি সহ একটি নির্ধারিত ফি খরচ হবে (যা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিবর্তনীয় হতে পারে)
ছ) স্কলারশীপ পদ্ধতি আছে কি?
১) আমরা এস.এস.সি ও এইচ.এস.সি উভয়তে স্টারমার্ক/প্রথম শ্রেনী/ জিপিএ ৪.৫০ ~ ৫.০০ (এ+) পাওয়া শিক্ষার্থীদের ১ম পার্টের কোর্সে ১৫% স্কলারশিপ দিয়ে থাকি।
২) আই টি পি সদস্যদের ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীদের ২ পার্টের কোর্সে ১৫% স্কলারশিপ দিয়ে থাকি।
৩) জাতীয় বিশ্ববিদ্যালয়/পাবলিক বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেনী বা জিপিএ ৩.২৫ + এর উপর প্রাপ্ত এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় হতে জিপিএ ৩.৫০ + এর উপর প্রাপ্ত ২ পার্টের কোর্সে ২০% স্কলারশিপ দিয়ে থাকি। তবে কারো যদি এস এস সি ও এইচ এস সি তে উভয়তেই প্রথম শ্রেনী/ জিপিএ ৪.০০+ এবং বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এ প্রথম শ্রেনী/ জিপিএ ৩.২৫ এর উপর প্রাপ্ত হতে হয়ে থাকে তাদের ২০% টিউশন ফি তে স্কলারশিপ এবং ভর্তিতে শুধু ২৫% স্কলারশিপ প্রাপ্ত হবে।
৪) ভ্যারিফাইড মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, জুলাইআহত যোদ্ধা, জুলাই আহত যোদ্দাদের পরিবার সদস্য সহ,
এছাড়াও জাতী: বি: হতে ব্যাচেলরে প্রথম শ্রেনী/সিজিপিএ ৩.৫০ এর উপরে প্রাপ্ত এবং প্রফেশনাল ডিগ্রীধারী সম্পন্ন (ACA, FCA, ACMA, FCMA, CPA, CFA, CIMA, CGMA, ACCA, FCCA, ACS, FCS, M.B.B.S with FCPS, Ph.D ইত্যাদি) সদস্যদের এই সম্পূর্ন কোর্সে ২০% স্কলারশিপ দিয়ে থাকি।
৫) ১ম পার্টে প্রাপ্ত ফলাফল ১ম শ্রেনী এবং উচ্চতর ২য় শ্রেনী (৩৮৫ নম্বরের অধিক)/CGPA ৩.০ এর অধিক পেয়ে থাকলে পরবর্তী ২য় পার্টে তার কোর্স ফির যথাক্রমে ৩০% এবং ২০% স্কলারশিপ প্রাপ্ত হবেন। আমরা বরাবরই মেধাকে গুরুত্ব দিয়ে থাকি। (সকল স্কলারশিপে শর্ত প্রযোজ্য এবং জুলাই হতে অক্টোবর ২০২৫ পর্যন্ত স্কলারশিপ অফার বলবৎ থাকবে)
৬) অফার শেষ হলেও কেউ চাইলে বিশেষ ছাড় নিতে চাইলে তার একাডেমিক সকল ফলাফল উল্লেখ করে ও উপযুক্ত যোগ্যতা উল্লেখ করে লিখিত আবেদন করতে হবে
৭) স্কলারশিপ ও বিশেষ ছাড় প্রাপ্তদের শিক্ষার্থিদের অবশ্যই ৬০% ক্লাসে উপস্থিতি থাকতে হবে। নতুবা যে কোন সময় এই সুবিধা বাতিল হতে পারে।
জ) গরীবদের বিনা বেতনে পড়ার সুযোগ আছে কি?
১) আমরা গরীব তবে মেধাবী আগ্রহী শিক্ষার্থীদের জন্য টিউশন ফিও স্কলারশিপ হিসেবে প্রদান করে থাকি, তবে এক্ষেত্রে আপনাকে যে কলেজ/বিশ্ববিদ্যালয় হতে ব্যচেলর শেষ করেছেন সেথা হতে একটি মূল প্রত্যয়ন পত্র আনতে হবে যেখানে উল্লেখ থাকতে পারে আপনার পরিবার বা আপনার আর্থিক অবস্থা সংকটাপন্ন এবং এর সাথে আপনার এলাকার কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত মূল প্রত্যয়ন পত্র একই ধরনের কথা উল্লেখিত যদি থাকে এবং তা ভর্তির সময়ে জমা দান করেন তবে কলেজ কমিটি কর্তৃক যাচাই বাছাই শেষে আপনাকে জানিয়ে দেয়া হবে বিনা বেতন/বিনা টিউশন ফিতে পড়ার যোগ্য হবেন কিনা। (শর্ত প্রযোজ্য)
২) শর্ত হলঃ বেকার হলে ৬০% ক্লাস উপস্থিতি থাকতে হবে, এসাইনমেট সময়মত ও ঠিকমত জমা দিতে হবে, ছোট চাকুরী করে থাকলে অনলাইনের ক্লাসে উপস্থিত থাকতে হবে। অন্যান্য ফি যথা সময়ে প্রদান করতে হবে এবং কলেজের সকল নীতিমালা পূঙ্খানুপূংখভাবে মেনে চলতে হবে।
ঝ) এই কোর্সে কি কি বিষয় পড়তে হবে, সিলেবাস সম্পর্কে ও প্রশ্নের ধরন জানতে চাই।
সিলেবাসে বিষয় সমূহ দেয়া হয়েছে, সিলেবাস ও প্রশ্নের নমুনা পেতে পূর্ববতী বছরের প্রশ্নগুলো পেতে নিম্নোক্ত লিঙ্কে ক্লিক করুন
বিস্তারিত কলেজে এসে যোগাযোগ করার অনুরোধ করা হল।
আমাদের কলেজ মগবাজার মোড়ের কাছেই অবস্থিত।
ঞ) আইন বিষয়ক এল এল বি পড়ার পর ক্যারিয়ার ভবিষ্যৎ কেমন?
এল এল বি সম্পন্ন হওয়ার পর বার কাউন্সিল পরীক্ষা উত্তীর্ণ হলে জজর্কোর্ট বা সুপ্রিমকোর্টের রেজিস্টার্ড এডভোকেট সহ যে কোন জেলায় পিপি, এপিপি, জিপি, বা যেকোন প্রতিষ্ঠানের লিগ্যাল এডভাইজার, আয়কর আইনজীবী, নোটারী পাবলিক সহ বিচারপতি হিসেবেও ক্যারিয়ার প্রতিষ্ঠিত করা যায়। তবে, বার কাউন্সিল পাশ না করতে পারলেও আইন বিষয়ক সাংবাদিক হওয়া যায়। আইনের শিক্ষক হওয়া যায়। মানবাধিকার কর্মী হওয়া যায়। এনজিও কর্মসংস্থান হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে ল' এফেয়ারস /এডমিন ডিপার্টমেন্ট-এ জব পাওয়া যায়। এরপর এল.এল.এম করে ডক্টরেট করেও নতুনভাবে ক্যারিয়ার করা সম্ভবপর হয়। তাছাড়া বিদেশে ব্যারিস্টারি পরে সেখানকার বার কাউন্সিলের মেম্বার হওয়া যায়। সেটা না হলেও ব্যারিস্টার হবার পর দেশের বার কাউন্সিল এ মেম্বার হওয়া যায়।
ট) অনলাইনে বা পেমেন্ট কিভাবে করা যায়?
আমাদের বিকাশ মার্চেন্ট একাউন্ট এ পেমেন্ট নাম্বারঃ 01727 180 680
ব্যাংকেও আমরা পেমেন্ট নিয়ে থাকিঃ Only - NPSB method
Bank Name: Sonali Bank PLC
Branch : Moghbazar (Routing No.: 2002 74186)
A/C Name: National Law College
A/C No: 01192 0000 1685